ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হওয়ার পর মামলা দিয়ে কারাগারে বন্দি করা হয় অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফানকে। কারাগারে বন্দি থেকেই নির্বাচন করেন তিনি।
কারাগারে বন্দি থাকার কারণে প্রচার-প্রচারণা, মাইকিং করতে না পারলেও সকল প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন তিনি। বর্তমানে কারাগারে বন্দি আছেন তিনি।
গত ২৬ ডিসেম্বর উপজেলার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে তিনি ৮ হাজার ১৬৫টি ভোট পান। নৌকার প্রার্থী শফিকুর রহমান শফিক পেয়েছেন ৫ হাজার ৪২৮ ভোট। আর বিএনপির স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন পলাশ আনারস প্রতীকে ৫ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সাবেক নির্বাচিত চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বাউসা ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি।