রাজশাহীর বাঘায় একই কলেজের তিনজন শিক্ষক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজ নিজ এলাকায় চেয়ারম্যান পদে নির্বাচন করে তারা বিজয়ী হয়েছেন। তারা তিনজনই বাঘা উপজেলার বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউসা ইউপি নির্বাচনে নুর মোহাম্মদ তুফান আ.লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বাউসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ওপর হামলা-মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। জেল থেকে নির্বাচন করে চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছেন।
একই কলেজের শিক্ষক রফিকুল ইসলাম রফিক আড়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বাউসা মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক।
একই কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মোখলেসুর রহমান লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সূত্র:যুগান্তর