শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৯:৪১:০৬

বাহারি ফুলের মেলায় শিশুদের উচ্ছ্বাস

বাহারি ফুলের মেলায় শিশুদের উচ্ছ্বাস

রাজশাহী : নগরীর কাজিহাটা মনিবাজার চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১০ম পুষ্প মেলা। বাহারি ফুল নিয়ে মেলায় এসেছেন অনেক নার্সারি। শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর নির্বাহী পরিচালক জিন্নাতুন বাকেয়া।

বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম খায়রুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান, সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম আহসান হাবীব, রাজশাহী শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দীন আহমেদ বাবু প্রমুখ।

অনুষ্ঠানে ফুল বিষয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক শিশু অংশ নেয়। এছাড়াও মেলার দ্বিতীয় দিনে শিশুদের আবৃত্তি ও তৃতীয় দিনে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।

ওয়ান ব্যাংকের সহযোগিতায় এ মেলার আয়োজন করে বৈকালী সংঘ। মেলায় ১৮টি ফুলের স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে শোভা পাচ্ছে নানা রকমের ফুল। ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে