রবিবার, ১৩ মার্চ, ২০২২, ০৬:৫০:৫০

প্রচণ্ড ব্যথায় চিৎকার শুরু করে রাজ, নেওয়া হলো হাসপাতালে, করা হলো না নতুন বউয়ের সঙ্গে বাসর!

প্রচণ্ড ব্যথায় চিৎকার শুরু করে রাজ, নেওয়া হলো হাসপাতালে, করা হলো না নতুন বউয়ের সঙ্গে বাসর!

এমটি নিউজ ডেস্ক : মুহুর্তে আনন্দ যেন বিষাদে পরিণত হলো! করা হলো না নতুন বউয়ের সঙ্গে বাসর! চলছিল বাড়িতে বিয়ের ধুমধাম। নতুন বউকে নিয়ে অনেকেই মেতেছেন হাসি-ঠাট্টায়। একই সঙ্গে চলছে বউভাতের আয়োজন। হঠাৎ করেই বর রাজ কুমার সরদার (২৫) অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েও কাজ হয়নি। নেওয়া হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজ।  

রাজ কুমার সরদার উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী আদিবাসী পল্লীর নামুয়া সরদারের ছেলে। তিনি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আজ রবরার দুপুরে রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

মৃতের পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে রাজ কুমার সরদার সঙ্গে নাচোল উপজেলার কাঁকনহাট শ্যারোপাড়া এলাকার এক মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। রীতি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় বর ও বরযাত্রীরা নতুন বউকে নিয়ে বাড়ি ফেরে। এর কিছু পরেই পেট ব্যথা শুরু হয় রাজ কুমার সরদারের।

রাজের বাবা নামুয়া সরদার বলেন, প্রচণ্ড ব্যথায় চিৎকার শুরু করলে ছেলে রাজকে প্রথমে দেলুয়াবাড়ী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে একটি মাইক্রোবাসে নেওয়া হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার রাজ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, 'বিষয়টি আমার জানা নেই। কেউ অবগতও করেননি। কী কারণে রাজের মৃত্যু হয়েছে তাও বলতে পারছি না। '

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে