শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১২:২৮:২০

ব্রাজিলে যোগ দিলেন এক আর্জেন্টিনা সমর্থক!

ব্রাজিলে যোগ দিলেন এক আর্জেন্টিনা সমর্থক!

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। এ হতাশায় ব্রাজিল সমর্থকদের দলে ভিড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনেট।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকতার মাধ্যমে ব্রাজিল সমর্থক ফরম পূরণ করে এ ঘোষণা দেন তিনি। সমর্থক ফরমে উল্লেখ করা হয়েছে, ‘আমি সনেট রাবি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

২০১২ থেকে ২০২২ পর্যন্ত একজন ঘোরতর আর্জেন্টাইন ফুটবলের কট্টর সমর্থক ছিলাম। কিন্তু ভ্যামোসদের গত ৩৬ বছরের শিরোপা খরা এবং অধরা বিশ্বকাপ অর্জনের অভিপ্রায়ে কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে শোচনীয় পরাজয়ে আমি মানসিকভাবে হতাশ। 

আর্জেন্টিনার পক্ষে ভবিষ্যতে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। বাস্তবতা উপলব্ধি করতে পেরে কারও দ্বারা প্রভাবিত ও প্ররোচিত না হয়ে ঘোষণা করছি আজ থেকে আমি ব্রাজিল সমর্থক হিসেবে যোগদান করলাম। ব্রাজিলীয় ফুটবলের ঐতিহ্য মর্যাদা রক্ষায় সব পরিস্থিতিতে দৃঢ়, সতর্ক এবং সাহসী অবস্থান নিতে সচেষ্ট থাকবো।’

বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র ব্রাজিল সমর্থক মেহেদি হাসান বলেন, ‘সকালে খেলা নিয়ে কথা বলার সময় ছোট ভাই সনেট আর্জেন্টিনা দলের প্রতি অনীহার কথা জানায়। ব্রাজিলের খেলা দেখে মুগ্ধ হয়ে সমর্থনের কথা বলে। তখন আমরা তাকে অভ্যর্থনা দেওয়ার মাধ্যমে ব্রাজিল সমর্থক গোষ্ঠীতে স্বাগত জানাই।’

আর্জেন্টিনা থেকে হতাশ হয়ে ব্রাজিলে যোগ দেওয়ার বিষয়ে সনেট বলেন, ‘আমি অনেক আগে থেকে আর্জেন্টিনা করি। কিন্তু এখন এ দলের প্রতি খুব হতাশ। আর্জেন্টিনার প্রতি ভালো প্রত্যাশা ছিল। তারা সুন্দর একটা ম্যাচ আমাদের উপহার দেবে। কিন্তু ফিফা র‍্যাংকিংয়ে ৫১ নম্বর দল সৌদি আরবের সঙ্গে ধরাশায়ী খেললো, এতে আমি চরম হতাশ।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিলের প্রথম ম্যাচে যে নান্দনিকতা ফুটে উঠেছে এবং রিচার্লিসনের শর্টে গোল দেখে আমি ব্রাজিলের ফ্যান হয়ে গেছি। তাই আজ থেকে আর্জেন্টিনাকে বাদ দিয়ে ভালো লাগার কারণে ব্রাজিলে যোগ দিয়েছি।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা সনেটকে সাদরে গ্রহণ করেছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্রাজিল ফ্যানস ক্লাবে সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাসিব অভিনন্দন জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে