মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ০৬:৫৮:৩৩

দোকানপাট রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

দোকানপাট রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শৃঙ্খলা বজায়সহ বহিরাগতদের প্রবেশ কমাতে ক্যাম্পাসের সব দোকানপাট রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ মাচ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দোকানপাট বেশি রাত পর্যন্ত খোলা থাকলে শিক্ষার্থীদের পড়াশুনার সমস্যা হয়। এছাড়াও বহিরাগতদের প্রবেশের অন্যতম কারণ হলো দোকানপাট। বেশি রাত পর্যন্ত দোকান খোলা থাকলে এতে আড্ডা জমায় বহিরাগতরা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে ক্যাম্পাসের পরিবেশ সমুন্নত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সুন্দর ও সুশৃঙ্খল ক্যাম্পাস চায়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছি।

এর আগে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে মাইকিং করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে