রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৭:১৯:০৯

মুরগি সরবরাহকারীরা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে : রিজভী

মুরগি সরবরাহকারীরা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে : রিজভী

রাজশাহী : একাত্তরে যারা পাকিস্তানি সেনাবাহিনীকে মুরগি সরবরাহ করেছিল তারাই এখন মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কাজে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে রিজভী বলেন, আমরা কিন্তু বিতর্ক করিনি, পার্টির চেয়ারপারসন একটা বিষয়ে বলেছেন, সংখ্যা নিয়ে বিতর্ক আছে।  মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই।  

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বলেছেন, শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে।  তিনি তো কমও বলেননি, বেশিও বলেননি।  বিতর্কটা শুরু করেছে কারা? যাদের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে মুরগি সরবরাহের অভিযোগ রয়েছে।

রিজভী আহমেদ বলেন, ভোটারবিহীন সরকার তাদের অনাচার, অবিচার ও গণতন্ত্র হত্যার কারণে সাংঘাতিকভাবে জনবিচ্ছিন্ন।  এখান থেকে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়ার বক্তব্যকে ইস্যু সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে।  

তিনি বলেন, বিএনপিকে ধ্বংসের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।  বিএনপিকে ধ্বংসের এই অপচেষ্টা কোনোদিনই সফল হবে না।  এ সরকার বাকশালের গুটিপোকা।  এখান থেকে গণতন্ত্রের প্রজাপতি কখনোই বের হবে না।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে