রাজশাহী : মেয়েকে আটকে রেখে নির্যাতন করছে জামাই এমন খবর শুনে শ্বশুর-শাশুড়ি-শ্যালকরা ছুটে যান জামাইবাড়ি। কিন্তু মেয়েকে উদ্ধার তো দূরের কথা উল্টো জামাই তেড়ে আসে তাদের দিকে। ধারালো অস্ত্র আর লোহার রড দিয়ে নির্মমভাবে পেটালেন শ্বশুর-শাশুড়ি-শ্যালকসহ ৭ জনকে।
এ ঘটনা ঘটে ৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর পাড়ায়। হামলাকারী জামাইয়ের নাম আমজাদ হোসেন। শিবপুর গ্রামের বাসিন্দা এই ভয়ঙ্কর জামাই।
জামাইয়ের আঘাতে আহতরা হলেন আমজাদের শাশুড়ি সমর্থন বানু (৪৫), শ্যালক সেলিম রেজা (৩০), নজরুল ইসলাম (২৫), মামাশ্বশুর ফিরোজ কবির (৪১) ও রোকন উদ্দিন (৪১)। তারা সবাই চারঘাট উপজেলার পুঠিয়ার বেলপুকুর এলাকার বাসিন্দা। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নজরুল সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন আগে তার বোন নূর মহলের সঙ্গে আমজাদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার ওপর নির্যাতন করে আসছে তার স্বামী।
একপর্যায়ে নূর মহলের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে জামাই আমজাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন জামাইবাবু।
নজরুল জানান, ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার এ মামলার আদালতে শুনানির দিন ধার্য আছে। কিন্তু তার আগেরই আমজেদ হোসেন তার বোনকে পিটিয়ে আহত করে। তাকে ঘরে বন্দি করে রাখে। লোক মারফত জানতে পেরে বোনকে উদ্ধারের জন্য মা, ভাই আর মামাসহ সাতজন মিলে আমজাদের বাড়ি যাই। তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমজেদ ও তার লোকজন লোহার রড় ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সবাইকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হই।
এ ব্যাপারে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম