বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২২:৫৮

৫০ হাজারে সুদ ১ লাখ ৮০ হাজার টাকা!

৫০ হাজারে সুদ ১ লাখ ৮০ হাজার টাকা!

রাজশাহী : আসল টাকা বাদ থাক, সুদটা আগে চাই- এমন জোর-জুলুম দাদন ব্যবসায়ীদের।  দাদন ব্যবসায়ীদের কাছ থেকে গরিব নাজেরা ও তার স্বামী ৫০ হাজার টাকা ধার নেন।  মাত্র দশ মাসে শুধু সুদ বাবদ দিতে হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।

সুদের টাকা দিয়েই সর্বস্বান্ত নাজেরার পরিবার।  আসল টাকা যেমনি ছিল তেমনি আছে।  বৃহস্পতিবার সকালে দাদন ব্যবসায়ীরা সুদসহ আসল টাকা নিতে তাদের বাড়িতে হাজির হয়।  টাকা দিতে অপারগতা জানালে তাদের মারপিট করা হয়।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  

অভিযোগকারী নাজিরা জানান, নগরীর সপুরা এলাকার সামসুন্নার ও রাইহান হাসানের কাছ থেকে এক বছর আগে সুদে ৫০ হাজার টাকা নিয়েছিল তার স্বামী মোর্শেদ।  কথা ছিল ওই টাকার বিনিময়ে প্রতিমাসে ১৮ হাজার টাকা লাভ দেয়া হবে।

কিন্তু অভাবের সংসারে দিনে দিনে তারা অসহায় হয়ে পড়েন।  আসল টাকা তো দূরের কথা সুদের টাকা প্রতিমাসে শোধ করতে করতে ১০ মাসে দেয়া হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।  এতে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে এলাকার বিচারে দুই মাসের মধ্যে আসল টাকা ফেরত দেয়ার কথা বলা হয়।  সম্প্রতি সুদের টাকা বাদ দিয়ে আসল টাকাটা ধীরে ধীরে শোধ করার অনুরোধ জানালেও মানেননি দাদন ব্যবসায়ীরা।  তারা সুদসহ আসল টাকা দাবি করতে থাকেন।  টাকা দিতে অপারগতা জানালে নাজেরার পরিবারকে মারপিটও করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি।  উভয়পক্ষকে ডেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে