রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১১:৫৭

প্রেম-বঞ্চিত তরুণ-তরুণীদের বিশাল বিক্ষোভ

প্রেম-বঞ্চিত তরুণ-তরুণীদের বিশাল বিক্ষোভ

রাজশাহী : বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম-বঞ্চিত তরুণ-তরুণীরা বিক্ষোভ করেছে।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় ‘প্রেম-বঞ্চিত সংঘের’ ব্যানারে শতাধিক তরুণ-তরুণী এসব কর্মসূচিতে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।  মিছিলে সংগঠনের সদস্যরা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘দেহ নয় মন চাই, প্রেম করে বাঁচতে চাই’, ‘প্রেমের নামে প্রহসন, বন্ধ কর, করতে হবে’- এমন সব মজাদার স্লোগানে গোটা ক্যাম্পাস মাতিয়ে তোলেন।  

মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় টুকিটাকি চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন , প্রেম-বঞ্চিত সংঘের সংগঠক হাবিব ইসলাম, মতিউর রহমান, জীসিয়া, মাজহারুল ইসলাম প্রমুখ।  

বক্তারা বলেন, কিছু কিছু ছেলেমেয়ে একসঙ্গে তিন থেকে চারটি প্রেম করছে। এ জন্য প্রেমের বাজারে তীব্র প্রেমিক-প্রেমিকা সঙ্কট।  এ কারণে আমরা প্রেম থেকে বঞ্চিত হচ্ছি।

বক্তারা সংঘের পক্ষে টিএসসিসি ভবনে কক্ষ বরাদ্দ, প্রেমের নামে অশ্লীলতা বন্ধসহ ৬ দফা দাবি পেশ করেন।

তবে ভালোবাসা দিবসে ‘প্রেম-বঞ্চিত সংঘের’ সদস্যরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলেও দিবসটিকে ঘিরে পূর্ণতা পেয়েছিল ক্যাম্পাসে।  শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়; রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও দিবসটি নিজেদের মত করে কাটিয়েছেন।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে