রাজশাহী : একটি মাইক্রোবাসকে ২০০ মিটার ঠেলে নিল ট্রেন। রাজশাহী নগরের বর্ণালীর মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস মাইক্রোবাসটিকে ঠেলে নিয়ে যায়। পরে ট্রেন থামলে মাইক্রোবাসের চালক আল আমিনকে (২০) গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনা ঘটে শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে।
আহত চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি নগরের দাসপুকুর এলাকায় বলে জানা গেছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আসছিল। ওই সময় অসাবধানতাবশত চালক মাইক্রোবাস নিয়ে লাইনের উপরে উঠে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি মাইক্রোবাসটিকে ঠেলতে ঠেলতে ২০০ মিটারেরও বেশি দূরে নিয়ে যায়। পরে চালক ট্রেন থামালে স্থানীয় লোকজন মাইক্রোবাসে থাকা চালক আল আমিনকে উদ্ধার করে।
রাজশাহী জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসলাম জানান, ঘটনার পর ট্রেনটি থেমে না গেলে বড় ক্ষতি হতে পারতো। মাইক্রোবাসচালক অসাবধানতাবশত রেল লাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম