বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ০৫:১৯:০১

পুলিশ দেখে পালানোর সময় সাবেক কাউন্সিলরের মৃত্যু

পুলিশ দেখে পালানোর সময় সাবেক কাউন্সিলরের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : পুলিশ দেখে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর কামাল হোসেন (৫৫) মারা গেছেন। তিনি ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল হোসেন দাসপুকুর এলাকারই বাসিন্দা ছিলেন। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। ২০১৮ সালে কাউন্সিলর হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। এর পর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে দলে তার কোনো পদ-পদবী ছিল না। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়।

কামাল হোসেন এলাকায় থাকলেও গা-ঢাকা দিয়েই থাকতেন। পুলিশ ও পরিবারের ধারণা, মামলা থাকার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন।’

ওসি বলেন, ‘রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামাল হোসেনকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে