শনিবার, ১০ মে, ২০২৫, ০৫:৪৩:১৯

দেড় কেজি ওজনের এক লাউ সাড়ে ৩ টাকা!

দেড় কেজি ওজনের এক লাউ সাড়ে ৩ টাকা!

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী হাটে এক থেকে দেড় কেজি ওজনের এক পিস লাউ সাড়ে ৩ টাকায় পাইকারি হিসেবে ক্রয় করতে দেখা গেছে। শনিবার সকালে আড়ানী আহেলে হাদিস জামে মসজিদের সামনে এ লাউ ক্রয় করেন স্থানীয় মহন আলী নামের এক ব্যবসায়ী।

জানা গেছে, আড়ানী পৌরসভার গোচর, কুশাবাড়িয়া, হামিদকুড়া, নুরনগর, বেড়েরবাড়ি, শাহাপুর, চকসিংগা, চকরপাড়া, পিয়াদাপাড়া এলাকায় প্রচুর পরিমানে লাউ চাষ হয়। এ লাউ প্রতি শনিবার ও মঙ্গলবার আড়ানী হাটে চাষিরা বিক্রি করেন। হঠাৎ করে শনিবার হাটে এক থেকে দেড় কেজি ওজনের প্রতিপিস লাউ সাড়ে ৩ টাকায় বিক্রি হয়েছে। 

গত মঙ্গলবারের হাটে এ লাউ ১৫-১৮ টাকায় প্রতিপিস বিক্রি হয়েছে বলে ক্রেতারা জানান। তবে খুরচা হিসেবে এ লাই প্রতিপিস ১০-১৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। 

এ বিষয়ে ব্যবসায়ী মহন আলী বলেন, শনিবার হাটে ঢাকা থেকে যে ব্যাপারিরা আসতেন তারা আসতে পারেননি। এ কারণে দাম পড়ে যায়।

গোচর গ্রামে লাউ চাষি মাহাতাব আলী বলেন, হঠাৎ দাম কমে গেছে। ইচ্ছা থাকার পরও বেশি দামে বিক্রি করতে পারছি না। কেনার লোক না থাকায় কম দামে বিক্রি করতে হয়েছে। আগামী মঙ্গলবার হাটে কী হবে জানি না। 

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এলাকায় প্রচুর লাউ চাষ হয়েছে। এ দামে লাউ বিক্রি হয়েছে, তা আমার জানা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে