রাজশাহী : স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় খাবারের সাথে বিষ মিশিয়ে স্বামীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বাশাইল গ্রামে। এ ঘটানায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বাশাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী তিন সন্তানের জননী মুনজুয়ারা বেগমের সাথে একই গ্রামের মরহুম ইদুর ছেলে আসলাম উদ্দিনের প্রায় দুই বছর ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। শফিকুল প্রতিবাদ জানিয়ে কোনো লাভ হয়নি।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে স্ত্রী মুনজুয়ারা বেগম প্রেমিক আসলাম উদ্দিনের কথামতো শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে খাবারের সাথে বিষ মিশিয়ে রাখেন। এরপর ওই খাবার রাতে শফিকুলকে খাওয়ান মুনজুয়ারা। খাবার খেয়ে শফিকুল ইসলাম রাতে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
এরপর গতকাল সকালে তার বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শফিকুলকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ খবর ছড়িয়ে পড়লে স্ত্রী মুনজুয়ারার প্রেমিক আসলাম উদ্দিন এলাকা থেকে পালিয়ে যান। পরে দুর্গাপুর থানা পুলিশ খবর পেয়ে শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রীকে আটক করে।
তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুর্গাপুর থানায় নিহত শফিকুলের বাবা বেরাজ উদ্দিন বাদী হয়ে মুনজুয়ারা ও আসলামকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম