বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:১৮:৪৬

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (২০) ছুরিকাঘাতে হত্যা করেছেন এক যুবক। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ ভবনের তৃতীয় তলায় অবস্থিত তাদের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে লিমন মিয়া নামের যুবক বাসায় প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়। চাপাতির কোপে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চার নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

এদিকে হামলাকারী যুবক লিমন মিয়াও আহত অবস্থায় বর্তমানে রামেক হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান, অভিযুক্ত যুবকের নাম লিমন মিয়া। তার বাড়ি গাইবান্ধায়। পূর্বশত্রুতার জেরে এই ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে