এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা বিরামহীন উদ্ধার অভিযান চালালেও রাত পর্যন্ত শিশুটিকে ওপরে তোলা সম্ভব হয়নি। শিশু স্বাধীন ওই এলাকার রাকিবের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশু স্বাধীন। সেখানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অধীনে পরীক্ষামূলকভাবে একটি গভীর নলকূপ স্থাপনের পর সেটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। খেলার একপর্যায়ে শিশুটি ওই অরক্ষিত বোরিং পাইপের ভেতরে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে পাইপটি অত্যন্ত সরু এবং গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। শিশুটিকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের বিশেষায়িত উদ্ধারকারী দলের আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পাইপের ভেতর থেকে শিশুটির সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল। তবে দীর্ঘ সময় পার হওয়ায় শিশুটি এখনও বেঁচে আছে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বোরিং মালিক তাহের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এই ডিপের পাইপটি মুখ খোলা অবস্থায় ফেলে রেখেছিলেন। কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় করেছেন এবং শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছেন।