রাজশাহী : জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, এমপিদের কোনো তোয়াক্কাই করছে না পুলিশ। তারা মনে করছে, সাংসদ আবার কে? পুলিশ কি সাংসদের ঊর্ধ্বে? সাংসদ না থাকলে একটা দেশই থাকে না। দেশ না থাকলে পুলিশ থাকে কি করে?
রাজশাহীতে সাম্প্রতিক কয়েকটি খুনের ঘটনায় পুলিশ কোনো মতামত না নেয়ায় রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাছে জনগণের মতামত থাকে। কিন্তু চারটি খুন হওয়ার পরও জনপ্রতিনিধি হিসেবে তার সঙ্গে কোনো কথা বলেনি রাজশাহীর পুলিশ। জনপ্রতিনিধির নির্দেশনা থাকে, পুলিশ তা নেয়নি।
রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন ফজলে হোসেন বাদশা।
তিনি বলেন, খুনের ঘটনায় অপরাধী গ্রেফতার করতে রাজশাহীতে পুলিশ সক্রিয় নয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি নির্দেশ প্রদান করছি, এ মুহূর্ত থেকে পুলিশ সক্রিয় হোক, ত্রুটি-বিচ্যুতিহীনভাবে কাজ করুক। অন্যথায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
ফজলে হোসেন বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে আমি জনগণের কাছে নিরাপত্তার প্রশ্নে দায়বদ্ধ। এই দায়বদ্ধতার কারণে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
তিনি বলেন, আমরা জনগণের নিরাপত্তা চাই। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যতটুকু অধিকার থাকে, সেটুকু প্রয়োগ করতে চাই।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম