রাজশাহী : রাজশাহী মহানগরীর যেকোনো আবাসিক হোটেলে রুম ভাড়া নিতে হলে বোর্ডারদের লাগবে ছবিযুক্ত পরিচয়পত্র। সঙ্গে সংযুক্ত করতে হবে মোবাইল ফোন নম্বর। বোর্ডারদের সঠিক পরিচয় যাচাইয়ের জন্য বুধবার থেকে এ নতুন নিয়ম চালু করা হয়েছে।
বুধবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজশাহীর হোটেল মালিকদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। হোটেল রেজিস্ট্রারে নাম ঠিকানার পাশাপাশি যে মোবাইল নম্বর নেয়া হবে, সেটা ওই বোর্ডারের কি না তাও যাচাই করে নিতে হবে হোটেল ম্যানেজারদের।
ইফতে খায়ের আলম জানান, কোনো হোটেল মালিক যদি বোর্ডারের ছবিযুক্ত পরিচয়পত্র না রাখে এবং হোটেলে যদি হত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে তার দায় নিতে হবে হোটেল মালিককে।
এ ব্যাপারে কয়েকজন হোটেল ম্যানেজার বলেন, এ ধরনের একটি নির্দেশনা কয়েকদিন আগে পেয়েছি। বুধবার থেকে এ নিয়ম বাস্তবায়ন হচ্ছে।
এ উদ্যোগ হোটেল মালিক অ্যাসেসিয়েশনের নেতারাও ইতিবাচক হিসেবে নিয়েছেন। এটি খুবই ভালো একটি উদ্যোগ বলে জানান তারা।
প্রসঙ্গত, রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে গত ২২ এপ্রিল তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই দুই শিক্ষার্থীকে হোটেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
নিহত সুমাইয়া নাসরিন হোটেল রেজিস্ট্রারে তার নাম সঠিক লিখলেও বাড়ি বগুড়ার পরিবর্তে পাবনা লিখেছিলেন। আসল ঠিকানা গোপন করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়ে পুলিশ। এরপরই এমন সিদ্ধান্ত নেয় আরএমপি।
২৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম