রাজশাহী : ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার মামা আবুল কালামকে (৫০) পিটিয়ে হত্যা করেছে বখাটে ও তার পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টার দিকে রাজশাহীর পবা উপজেলার শিতলাই ভাঙড়িপাড়া এলাকায়।
নিহত আবুল কালাম শিতলাই ভাঙড়িপাড়ার আলিম উদ্দিনের ছেলে।
এ সময় আবুল কালামকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হন আরো চারজন। তাদের গুরুতর অবস্থায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন নিহতের প্রতিবেশী দায়েম উদ্দিন (৬০) ও ইমরান আলী (৩০)।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, ওই দুজন ছাড়াও এ মামলায় আরো ২১ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো কয়েকজনকে।
ওসি জানান, খবর পেয়ে রাতেই তারা লাশ উদ্ধার করেন। পরে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেয়া হয় রামেক হাসপাতাল মর্গে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত আবুল কালামের ভাগনিকে (২৫) মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল প্রতিবেশী দায়েম উদ্দিলেন বখাটে ছেলে মোমিন (১৯)। বিষয়টি জানতে পেরে আবুল কালাম রাতে বখাটে মোমিনকে সাবধান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোমিনসহ তার পরিবারের লোকজন আবুল কালামকে ধরে বেধড়ক পেটান। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম।
এ সময় তাকে উদ্ধারে এগিয়ে গিয়ে আহত হন আবুল কালামের পরিবারের আরো চার সদস্য বলে জানান ওসি।
ঘটনার পর থেকে বখাটে মোমিনসহ হামলাকারীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
২৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম