শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ১২:৪৯:২১

পাগলবেশে রহস্যময় ব্যক্তিকে নিয়ে তোলপাড়

পাগলবেশে রহস্যময় ব্যক্তিকে নিয়ে তোলপাড়

রাজশাহী থেকে : টানা তিন সপ্তাহের বেশি দিন ধরে একটি নিচু খালের মধ্যেই তার অবস্থান। ওই খালের মধ্যে চলছে তার খাওয়া-ঘুমানো থেকে শুরু করে সবকিছু। কারো সঙ্গে কোনো কথা বলতে চাইছেন না, বললেও নিজের মত করে নিজের সাথে দুর্বোধ্য সব অজ্ঞাত ভাষায় কথা বলছেন। নাম-ধাম জানা যায়নি।

লোকটি কে? কোথা থেকে আসলেন? কেনই বা এসেছেন?- এসব প্রশ্নের উত্তর খুঁজছে রাজশাহীর বাঘার মানুষ। পাগলবেশের ওই ব্যক্তিকে ঘিরে এলাকায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে।

এমনিতেই কয়েকদিনে রাজশাহীতে পর পর কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। তার ওপর রহস্যময় এ ব্যক্তির উপস্থিতিতে নানা প্রশ্ন জন্ম দিয়েছে।

এলাকাবাসী জানায়, গত ৬ এপ্রিল থেকে ওই ব্যক্তি অবস্থান নিয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার বানিয়া পাড়া বড় মসজিদ সংলগ্ন রাস্তার পাশে একটি খালে। এরপর থেকে তিনি আর কোথাও যাননি। রাতদিন তাকে এক জায়গায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। কারও সঙ্গে কোনো কথা বলছেন না। নিজে নিজে যে ভাষায় কথা বলছেন তাও কেউ বুঝতে পারছেন না।

প্রশ্ন ওঠেছে, আসলেই লোকটি ভারসাম্যহীন? নাকি কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে পাগল সেজেছে? এসব উত্তর মিলছে না, তাতে করে কৌতুহল আরো বাড়ছে।

বানিয়া পাড়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, ‘আমরা ধারনা করছি লোকটি বাংলাদেশি না। সে কোনো ভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে।’

প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন লোকটি হিন্দিতে কথা বলছেন। আবার কেউ বলছেন, লোকটি ফার্সি ভাষায় কথা বলছেন। তবে যেভাষাতেই কথা বলুক না কেন কারো কাছেই তা বোধগম্য নয়।

আবুল হোসেন আরো জানান, ব্যক্তিটি দিনরাত একই ভাবে কাটিয়ে যাচ্ছেন। রহস্যময় এই ব্যক্তিকে দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছেন এখানে। আবার অনেকেই তাকে খাবার এনে দিচ্ছেন।

৩০ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে