রবিবার, ০১ মে, ২০১৬, ০৬:৫১:০১

৩০ মিনিটের ঝড়ে আহত ১০, হেলে পড়েছে নবনির্মিত ৫ তলা ভবন

 ৩০ মিনিটের ঝড়ে আহত ১০, হেলে পড়েছে নবনির্মিত ৫ তলা ভবন

রাজশাহী : মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে রাজশাহী মহানগরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার বিকেল ৪টায় থেকে শুরু হওয়া এ ঝড় প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।  ঝড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।

নগরীর বেশ কয়েক জায়গায় উপড়ে পড়েছে গাছ। এতে যান চলাচল ব্যাহত হয়।  নগরীর সাগরপাড়া এলাকায় নবনির্মিত ৫ তলা ভবন হেলে গেছে।

রেল লাইনের ওপর গাছ উপড়ে পড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।  ঝড়ে আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার।  কোনো কেনো জয়গায় এর গতি আরো বেশি।

এদিকে ঝড়ের সময় বন্ধ গেইট, দড়ি খরবোনা এলাকাসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়েছে।  এতে ১০ জন আহত হন। আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।  আহতদের মধ্যে দুই শিশু ও এক বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক।
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে