শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০৮:৪৩:২৩

এ কেমন শাস্তি, যুবককে ট্রাকে রশি দিয়ে বেঁধে দ্রুতগতিতে ট্রাক চালায় নিষ্ঠুর চালক!

এ কেমন শাস্তি, যুবককে ট্রাকে রশি দিয়ে বেঁধে দ্রুতগতিতে ট্রাক চালায় নিষ্ঠুর চালক!

রাজশাহী : চুরির অপবাদে এক যুবককে ট্রাকের সামনে রশি দিয়ে বেঁধে দ্রুতগতিতে ট্রাক চালায় নিষ্ঠুর চালক।  যুবকটি বাঁচার আকুতি জানিয়ে চিৎকার আর আর্তনাদ করতে থাকে।  এ ঘটনা মানুষের নজর কাড়লে কৌশলে ট্রাক থামিয়ে যুবককে উদ্ধার করে চালক-হেলপারকে গণপিটুনি দেয়।
 
এ ঘটনা ঘটে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের সিংড়া উপজেলার শেরকোল এলাকায়।
 
অমানবিক এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হলে নিন্দার ঝড় ওঠে।  পুলিশ ওই ট্রাকটির নম্বরের সূত্র ধরে এর মালিক ও চালকের সন্ধান করছে।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী বগুড়ার সংবাদকর্মী নাজমুল হুদা নাসিম বলেন, আমরা একটি প্রাইভেট কারে রাজশাহী যাচ্ছিলাম।  সঙ্গে দুজন পরীক্ষার্থী ছিল।  হঠাৎ চোখে পড়ে দ্রুতগতির একটি ট্রাকের সামনে রশি দিয়ে বাঁধা এক যুবক ঝুলছে।  যুবকটি প্রাণভয়ে চিৎকার করছে।  ঘটনাটি খুবই অমানবিক মনে হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের সামনে ওই যুবককে রশিতে বেঁধে নিয়ে যাবার দৃশ্য দেখে সিংড়ার দশ মাইল ব্রিজের কাছে এক ট্রলিচালক কৌশলে রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামান।  এসময় স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে চালক ও হেলপারকে আটক করেন।

তারা জানান, পরে চালক ও হেলপার জানায়, মোবাইল ফোন চুরির অপরাধে ওই যুবককে ট্রাকের সামনে বেঁধে শাস্তি দিচ্ছেন তারা।  এ কথা শুনে স্থানীয়রা ট্রাকচালক ও হেলপারকে গণধোলাই দিয়ে ছেড়ে দেন।  পরে ট্রাকে বাঁধা ওই যুবককে মুক্ত করেন তারা।  তবে তাদের পরিচয় জানা যায়নি।
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, ফেসবুক থেকে পাওয়া ছবিতে ট্রাক নম্বর (কুষ্টিয়া ট-১১-১৩০৭) পাওয়া গেছে।  ওই নম্বরের সূত্র ধরে ট্রাক মালিক ও চালকের পরিচয় উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।  পরিচয় পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে