রাজশাহী : কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। দুই-এক ফোটা ঝরছে বৃষ্টি। কিছু বুঝে উঠার আগেই হঠাৎ আকাশ থেকে পড়লো দৈত্যকার এক শিলা। এতে স্তম্ভিত হয়ে গেল আশপাশের মানুষ।
এমন বিরল ঘটনা ঘটে শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে তানোর উপজেলার সদর বাজারে শামসুদ্দিনের মার্কেটের সামনে।
এ দৃশ্য দেখে হতবাক হয়ে যায় মানুষ। তানোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটে বিকট শব্দে শিলাটি পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিলাটির ওজন ২০ থেকে ২৫ কেজির মতো হবে। আকাশ থেকে শিলাটি পড়েই খণ্ড-বিখণ্ড হয়ে যায়। স্থানীয় কয়েকজন মোবাইলে ছবিও তুলে রাখেন।
প্রাথমিক বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ায় দৈত্যাকৃতির শিলাটি পড়ায় কেউ হতাহত হননি।
শামসুদ্দিন মার্কেটের কয়েকজন জানান, ওই সময় আকাশে দেখা যাচ্ছিল কালো মেঘ। দুই-এক ফোটা বৃষ্টিও ঝরছিল। ঠিক এমন সময় আকাশ থেকে খসে পড়ে দৈত্যকার একটি শিলা। বিকট শব্দে হতবাক হয়ে সেখানকার মানুষজন।
কোনো বৃষ্টি ছাড়াই আকাশ থেকে এমন শিলা পড়ায় অনেকে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।
৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রাতনিধি/এমআর/এসএম