সোমবার, ০৯ মে, ২০১৬, ০৯:০৬:৪৯

এবার বোমায় কাঁপলো বাগমারা

এবার বোমায় কাঁপলো বাগমারা

রাজশাহী: পুলিশের গুলিতে দু’জন নিহত হওয়ার পর এবার দুর্বৃত্তের হাতবোমায় কাঁপল রাজশাহীর বাগমারা। রোববার রাত ৭টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের গাঙ্গোপাড়া মোড় ও যাত্রাগাছি বাজারে পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে বোমায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলিপুকুর এলাকার দিক থেকে মোটরসাইকেল নিয়ে দুই যুবক গাঙ্গোপাড়া মোড়ে পর পর দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। তবে তারা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এরপর তারা যাত্রাগাছি বাজারে আরো দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দোকান পাট বন্ধ হয়ে যায়। এ ঘটনার দু’ঘণ্টা পর সেখানে পুলিশ যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে কথা বলতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে থানার কর্তব্যরত অফিসার এএসআই আইনাল হক জানান, তারা এ ধরনের কোনো খবর পাননি।
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে