বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ১২:২৫:৩৭

নিহতের সংখ্যা বেড়ে ৪

নিহতের সংখ্যা বেড়ে ৪

রাজশাহী: রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে আহত আরো একজন মারা গেছেন। এ নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ওই সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ হলো। এর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মোনতাজ আলীর (৪৫) মৃত্যু হয়। তিনি বাগমারার সারন্দি গ্রামের মৃত সাবের আলীর ছেলে।

এর আগে গত ৯ মে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল ইসলাম বুলু (৪০) নামে একজনের মৃত্যু হয়। আর গত ৭ মে বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া এলাকায় ত্রিমুখী ওই সংঘর্ষে সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক (৩৭) ও রমজান আলী ওরফে রঞ্জু (২৭) নামে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

বাগমারা থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, মোনতাজ আলীর লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে এই সংঘর্ষের ঘটনায় এরই মধ্যে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা  করেছে পুলিশ। এ মামলায় ৭ জনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছিল পুলিশ। তাদের পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এই ৭ জনের মধ্যে বৃহস্পতিবার সকালে মারা যাওয়া মোনতাজ আলীও ছিলেন।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে