শুক্রবার, ২৭ মে, ২০১৬, ০৮:১৬:১২

‘নৌকার বাইরে ভোট দিলে হাত-পা ভেঙে দেবেন’

‘নৌকার বাইরে ভোট দিলে হাত-পা ভেঙে দেবেন’

রাজশাহী : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ক্ষমতাসীন সরকারদলীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আবদুল লতিফ।

 
 আবদুল লতিফ মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন।
 
শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ এ অভিযোগ করেন।
 
তিনি বলেন, গত ২২ মে সংসদ সদস্য আয়েন উদ্দিন নিজ বাসায় জাহানাবাদ ইউনিয়ন যুবলীগের কর্মীদের ডেকে নিয়ে ভুড়িভোজ করিয়ে বলেন, যারা নৌকার বাইরে ভোট দেবেন তাদের পিটিয়ে হাত-পা ভেঙে দেবেন।  পুলিশ আপনাদের সাথে থাকবে।
 
তার এমন কথায় ভোটারদের নিরাপত্তা নিয়ে তিনি আতঙ্কিত বলেও জানিয়েছেন।
 
এ ব্যাপারে এমপি আয়েন উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি নৌকাকে বিজয়ী করতে নেতকর্মীদের নির্দেশ দিয়েছি।  হাত-পা ভেঙে দেয়ার হুমকির অভিযোগ ভিত্তিহীন।
 
একইসঙ্গে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হযরত আলীর বিরুদ্ধেও নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন আব্দুল লতিফ।
 
তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও মফিজ কবিরাজের মদদে মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।   

এ স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী ও এমপির বিরুদ্ধে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ করেছেন।  কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
 
এ ব্যাপারে মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, আবদুল লতিফের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পেয়েছি।  তদন্ত করা হয়েছে।  কিন্তু সত্যতা মেলেনি।
 
উল্লেখ্য, আগামী ৪ জুন এ ইউনিয়নে ভোটগ্রহণ।
২৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে