মঙ্গলবার, ৩১ মে, ২০১৬, ০২:০৭:৪০

দুদকের মধ্যেই দুর্নীতি রয়ে গেছে: দুদক চেয়ারম্যান

দুদকের মধ্যেই দুর্নীতি রয়ে গেছে: দুদক চেয়ারম্যান

রাজশাহী : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মধ্যেই দুর্নীতি রয়েছে বলে প্রকাশ্যে স্বীকার করলেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, দুদকের মধ্যে দুর্নীতি রয়ে গেছে। তাই এ প্রতিষ্ঠানের প্রতি আস্থা ফিরিয়ে আনার কাজ শুরু করেছেন। যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দ্রুতই তাদের চাকরি থেকে অপসারণ করা হবে।

এসময় তিনি আরও বলেন, দুদকের অনেক মামলা ঝুলন্ত অবস্থায় দীর্ঘদিন ধরে থেকে যায়। যার পরবর্তীতে মামলা অগ্রসরে বাধাগ্রস্ত করে। সেই প্রবণতা প্রতিরোধেও ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মঙ্গলবার রাজশাহীর শিল্পকলা একাডেমিতে শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আর বলেন, অনুসন্ধান, তদন্ত যে সময় করার দরকার, সে সময় করা হয় না। যারা দুর্নীতিবাজ কিন্তু কাগজে-কলমে প্রমাণ পাচ্ছি না, সে সব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছি। তাদের কেউ চাকরিতে থাকবেন না, কেউ এই ডিপার্টমেন্টে থাকবেন না। কারণ দুর্নীতি দমন কমিশনে দুর্নীতি করার সুযোগ অনেক বেশি। এ কারণে আমরা এসব ব্যবস্থা নিচ্ছি। এছাড়া যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ আলম।
৩১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে