রাজশাহী: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের অংশ হিসেবে রাজশাহীতে তিন উপজেলার ১৬টি ইউপিতে ভোট চলছে। এ নির্বাচনে পবা উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন ভোট হচ্ছে। এর মধ্যে পারিলা ইউনিয়নে নারী প্রার্থী রয়েছে। ভোটাররা তাকে ৭ ভাই চম্পা বলেই ডাকে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচনে অংশ নিয়েছেন ফাহিমা বেগম।
পবা উপজেলার আটটি ইউনিয়নেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আটটি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নারী প্রার্থী একজন। তবে, শেষ পর্যন্ত সীমানা জটিলতার কারণে উপজেলার হরিয়ান ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। এ জন্য পারিলার নারী প্রার্থী ফাহিমা বেগম সাত ভাইয়ের চম্পা বলে পরিচিত ভোটারদের কাছে।
উপজেলার পারিলা ইউনিয়নের ভোটার সংখ্যা বেশি। এখানে ইউনিয়নের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সাইফুল বারী ভুলু শক্ত অবস্থানে রয়েছেন। ধানের শীষের প্রার্থী হলেন শফিকুল ইসলাম।
শনিবার সকাল ৮টায় পবা উপজেলার ৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখানের নির্বাচন অফিসার আসাদুজ্জামান। সাতটি ইউনিয়নে ৬৩টি কেন্দ্রে ৪৬২ টি বুথে ১ লাখ ৪০ হাজার ৯১৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উপজেলার ৬৩টি কেন্দ্রের পবা থানার আওতায় ৪৫টির মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে জানান ওসি শরিফুল ইসলাম।
৪ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম