রাজশাহী : যেটাই দোকান সেটাই ঘর তবুও এসএসসিতে গোল্ডেন প্লাস। দারিদ্রতার কাছে হার মানেনি মৌসুমী।
এক টুকরো টিনের ছাউনির ঘরে দৃঢ় মনোবলে পড়ালেখা করে আজকের সাফল্য। পলিথিনে প্যাঁচানো চা দোকানে চা বিক্রি করে তার এ সাফল্য সবাইকে অবাক করেছে।
সেই দোকানে মায়ের সঙ্গে চা বিক্রি করে মৌসুমী।
এবারের এসএসসি পরীক্ষায় তানোর পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয় থেকে (বিজ্ঞান বিভাগ) গোল্ডেন প্লাস পেয়েছে সে।
তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সিধাইড় গ্রামে আব্দুল মান্নানের মেয়ে মৌসুমী।
সরকারি খাস জায়গাতে এক টুকরো বাড়ি তাদের। যেটা বাড়ি, সেটাই আবার চায়ের দোকান। বাড়িতে নেই বিদ্যুৎ।
রাতে হারিকেন জ্বালিয়ে পড়াশুনা চলে তার। রাতের পর রাত এভাবেই পড়াশুনা করে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে মৌসুমী।
মৌসুমী জানান, অভাব ও কষ্ট যতটা ছিল, তার থেকে বেশি ছিল মনের শক্তি। মনের জোরই বড় শক্তি, দারিদ্র্যতা কোনো বিষয় নয়। আমি পড়াশুনা করে ডাক্তার হয়ে দরিদ্র মানুষের সেবা করতে চাই।
সন্তানের এমন সাফল্যে বেজায় খুশি দিনমুজর বাবা আব্দুল মান্নান ও মা নাজিরা বিবি। স্কুল শিক্ষকরাও তাকে অনেক সহযোগিতা করেছেন বলে জানান মৌসুমী।
তানোর আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন জানান, গরিবের ঘরে জন্ম নিয়ে কষ্ট করে লেখাপড়া করে সার্থক হয়েছে সে। আমরা দোয়া করি, সে মানুষের মতো মানুষ হয়ে সমাজের সেবা করুক।
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম