রাজশাহী : ২০দলীয় জোট শরীক ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার কবরে হাত পড়লে বাংলাদেশ জালিম শাহীর গোরস্তানে পরিণত হবে। ইতিহাস কারো হুকুম মানে না।
সোমবার বিকেলে রাজশাহীর হরিয়ান গুলশনারা হাইস্কুলে মাঠে জেলা জাগপা কর্মিসম্মেলনে এসব কথা বলেন তিনি।
শফিউল আলম প্রধান বলেন, শহীদ জিয়া শুধু বিএনপির সম্পদ নয়, তিনি জাতীয় বীর। জাতীয় বীরের অবমাননা কোনো জাতি সহ্য করবে না।
শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ভিন দেশি এজেন্সি ও চামচাদের কথায় নাচবেন না। গজব যখন ধেয়ে আসে তখন গাছের পাতাও নড়ে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বানোয়াট মামলা প্রত্যাহার করুন। রাজবন্ধীদের মুক্তি দিন। নিরপেক্ষ নির্বাচন দিয়ে আলোর পথে হাঁটুন।
এসময় রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর নিঃশর্ত মুক্তি ও বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে রাজশাহী জেলা জাগপা সভাপতি রাজিবুল ইসলাম রিংকু সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপিকা রেহানা। বক্তব্য রাখেন জেলা জাগপা উপদেষ্টা আলাউদ্দিন, যুব-জাগপা সভাপতি রায়হানুল ইসলাম টনি, জাগপা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান জিতু প্রমুখ।
২৮ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম