আশরাফুল, তানোর (রাজশাহী)প্রতিনিধি: তানোরে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে গরমের তীব্রতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। রমজান মাসে ইফতার ও সেহুরীর সময় এমন কি তারাবীর নামাজের সময় লাগামহীন লোডশেডিং থাকে। পিডিবি’র বিদ্যুৎ নিয়ে মানুষের জীবন বাড়ছে অসহনীয় দুর্ভোগ। একটু হালকা বাতাস ও বৃষ্টি হলে ২ থেকে ৩ দিন পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকে। লোডশেডিং এবং লো ভোল্টেজের কারণে এ অঞ্চলের মানুষ অবনীয় দুর্ভোগের শিকার হওয়ার পাশাপাশি বিদ্যুৎ নির্ভর ক্ষুদ্র ও মাঝারী শিল্পের চরম দুর্দিন নেমে এসেছে । পিডিবি’র বিদ্যুতের লাগামহীন লোডশেডিং এর কারণে তানোরবাসি অচিরেই বিদ্যুৎ বিভাগের তানোরের দায়িত্বে নিয়োজিত তানোর আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ ঘেরাও কর্মসূচি পালন করবে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার মুনীরুজ্জান বলনে, তানোরে পিডিবি’র বিদ্যুৎ নিয়ে এলাকাবাসীর অভিযোগের আর সেস নেয়। রমজান মাসে সীমাহীন লোডশেডিং এর কারনে আমি নিজেও ক্ষিপ্ত। বিদ্যুৎ বিভাগের তানোরে দায়িত্বে নিয়জিত কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,লোডশেডিংয়ের কারণে দিনের বেশিভাগ সময় কাজ করতে পারছেনা বিদ্যুৎ নির্ভর ক্ষুদ্র শিল্প কারখানা গুলো। গরমের দিন যত এগোছে পরিস্থিতি আরো ভয়াভহ হয়ে উঠছে । ফলে ছাপাখানা ,কম্পিউটার,পোল্টি, আইসক্রিম,টেইলার্স এমব্রয়ডারিসহ বিভিন্ন ক্ষুদ্র মাঝারী শিল্প কারখানার মালিদের লোকসান গুনতে হচ্ছে অব্যাহতভাবে।
আবার যেটুকু পাওয়া যাচ্ছে তা একটানা না পাওয়ায় কোন কাজই সম্পন্ন করা যাচ্চে না বলে এসব শিল্প কারখানা সংশিষ্টরা অভিযোগ করেছেন। উপজেলা বদ্যুৎ বিভাগের (পিডিবি) আবাসিক প্রকৌশলী ইফতেখার আহম্মেদ বিদ্যুৎ সংকটের কথা স্বীকার কওে বলেন, বিদ্যুতের লাইনের সমস্যার জন্য লোডশেডিং দেওয়া হয়।
২৮ জুন ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস