রাজশাহী : চলন্ত ট্রেনের বগি ফেলে ইঞ্জিন নিয়ে চলে যাওয়ায় হইচই পড়ে যায়। পরে আবার ট্রেনচালক ফিরে আসে বগি নিতে।
ঘটনাটি ঘটেছে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পদ্মা আন্তঃনগর ট্রেনে। লাল-সবুজ বগি ফেলে চলে যাওয়ার ২৭ মিনিট পর চালক বুঝতে পেরে ইঞ্জিন নিয়ে এসে আবার বগি নিয়ে যায়।
৩ জুলাই রোববার বিকেল চারটা ৫০ মিনিটের সময় রাজশাহীর আড়ানি ও নাটোরের আবদুলপুর স্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীরা জানান, বিকেল চারটার দিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আড়ানী স্টেশন পার হওয়ার পর বগি ফেলে ইঞ্জিন চলে যায়।
তারা জানান, বগি ফেলে ইঞ্জিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা হইচই শুরু করেন। স্থানীয় উৎসুক জনতা এ সময় ট্রেনটির কাছে ভিড় জমায়। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে আসে।
এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলের প্রধান পরিবহন কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, কয়েকদিন আগে ভারত থেকে নিয়ে আসা লাল-সবুজ রঙের বগি নতুন হলেও ইঞ্জিনটা আগেরই রয়ে গেছে। ব গি ও ইঞ্জিন দুইটা দুই প্রযুক্তির হওয়ার কারণে তাদের কর্মীরা এখনো ব্যবহারটা ঠিকমতো বুঝে উঠতে পারেননি।
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম