রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৬:৫২:৫৪

বাবা মোবাইল কিনে না দেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

বাবা মোবাইল কিনে না দেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

রাজশাহী : বাবাকে মোবাইল কিনে দিতে বলেছিলেন কলেজছাত্রী সুর্যী খাতুন (১৮)।  কিন্তু বাবা তাতে রাজি না হওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই কলেজছাত্রী।
 
শনিবার রাতে নগরীর সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সুর্যী খাতুন নগরীর সাধুর মোড় এলাকার মজিবুর রহমানে মেয়ে এবং খাদেমুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রী।

সুর্যীর বাবা মজিবুর রহমান জানান, সাধুর মোড় এলাকায় তার একটি চায়ের দোকান আছে।  সেই দোকানের আয় থেকেই সংসার চালাতে হয়।  মেয়ে সুর্যী অনেকদিন থেকেই মোবাইলফোন চাচ্ছিল।
 
কিন্তু টানাটানির সংসারে কয়েক হাজার টাকা দিয়ে একটা মোবাইলফোন কিনে দেয়া তার পক্ষে সম্ভব হয়নি।  তাই মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে।

বোয়ালিয়া থানার এসআই আবদুল হাকিম জানান, বাবা-মায়ের ওপর অভিমান করেই সুর্যী খাতুন আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে