রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার পলাতক দুই আসামিকে ধরিয়ে দিতে লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে রাজশাহী মহানগর পুলিশ।
পলাতক দুই আসামি হল- রাজশাহীর বাগমারার শ্রীপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম ওরফে খালিদ এবং পঞ্চগড়ের দেবীধস থানার সোনারহার গ্রামের আব্দুল্লাহ মিয়া ওরফে মুন্নার ছেলে নজরুল ওরফে হাসান ওরফে বাইক হাসান।
হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ নিশ্চিত হয়ে তাদেরকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম। গতকাল শুক্রবার গণমাধ্যমে ওই দুই পলাতক আসামির ছবি ও নাম-পরিচয়সহ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
গত ২ জুলাই বাগমারা থানায় শরিফুলের নিখোঁজের কথা জানিয়ে সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। তাদের মধ্যে শরিফুল ইসলাম রাবির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তবে প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
গত ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির কাছে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী।
পুলিশের দাবি, এ হত্যাকাণ্ডে জেএমবি জড়িত। মামলায় এখনও পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রাবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শিবির নেতা হাফিজুর রহমান পুলিশ হেফাজতে মারা গেছেন।
৩০জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ