ইমরান হাসান রাব্বী, শেরপুর প্রতিনিধি: কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন আর গরীব দেশ নয়, জাতিসংঘই বলেছে বাংলাদেশ নিন্মমধ্যবিত্ত দেশে পরিণত হইয়াছে। আমরা নিন্ম মধ্যবিত্তই থাকবোনা, আমরা উচ্চই হবো,
তিনি বৃহস্পতিবার(২১ জানুয়ারী) সকাল ১১টায় তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া আব্দুল খালেক উচ্চবিদ্যালয়ে ছাত্রছাত্রীদেও মাঝে শীতবস্ত্র কম্বল ও অনুদানের নগদ টাকা বিতরণ কালে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদেও দৃষ্টি আকাশেঁর দিকে,আমাদেও দৃষ্টি শুকুনের মত লাশের দিকে না, নিচের দিকে না, আমাদের দেশে একটা রাজনীতি আছে, যারা লাশের রাজনীতি করে, মানুষ পুড়াইয়া মারে, লাশের গন্ধ তাদেও কাছে আতরের গন্ধ মনে হয়। তিনি বলেন, আমরা সুস্থ মানুষের রানীতি করি, মানুষকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাই আমরা মানুষের লেখাপড়া, যোগাযোগসহ বিদ্যুতের উন্নতি করেছি। বিগত সরকার যেখানে বিদ্যু ৩২০০ মেগাওয়াট রেখে গিয়েছিন এখন আমরা সেখানে ১২০০০ (হাজার) মেগাওয়াটে ছুই-ছুই অবস্থায় চইলা আইছি। এদিন মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম ও ৮ম শ্রেণীর ১১৫৯ জন ছাত্র ছাত্রী মাঝে শীত বস্ত্র কম্বল এবং ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৩ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে নগদ ৫শ’ টাকা করে মোট ২ লক্ষ ৩১ হাজার,৫০০ শ’ টাকা বিতরণ করেণ।
এ সয়ম উপস্থিত ছিলেন, শেরপুরের(ডিসি)ডা,এম পারভেজ রহিম,শেরপুরের পুলিশ সুপার(এসপি) মেহেদুল করিম, উপজেলা নিবাহীঅফিসার (ইউএনও) আবুসাঈদ মোল্লা, উপজেলা আওয়ামীলেিগর সভাপতি, মুক্তিযুদ্ধা,জিয়াউল হোসেন,সাধারণ সম্পাদক ফজলুল হক,কোষাধক্ষ গোপাল চন্দ্র সরকার,দপ্তর সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ ওসহযোগী সংগঠনের নেতাকর্মী।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন