শরীয়তপুর : শরীয়তপুরের আদালত থেকে হাতকড়া নিয়ে পালিয়েছে এক আসামি। এ কথা জানিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে ওই আসামি পালিয়ে যায় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান।
পলাতক আ. সামাদ মাদবরের বাড়ি সদর উপজেলার শৌলাপাড়া ইউনিয়নের শৌলা গ্রামে।
এ ব্যাপারে পরিদর্শক মিজানুর বলেন, বুধবার কারাগার থেকে সামাদ মাদবরসহ তিন আসামিকে কনস্টেবল ফজলুল হক, সাজেদুর রহমান আদালতে নিয়ে আসেন। কাঠগড়ায় তোলার সময় ভিড়ের মধ্যে হাতকড়াসহ পালিয়ে যায় সামাদ।
এ ঘটনায় পলাতক সামাদকে আসামি করে আদালত পুলিশের হাবিলদার বশির আহম্মেদ বাদী হয়ে মামলা করেছেন বলে জানান তিনি।
এ প্রসঙ্গে পালং মডেল থানার ওসি খলিলুর রহমান জানান, অসাবধানতাবশত আদালত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই সদর উপজেলার চিকনদি বাজার থেকে সামাদ ও আরো দুজনকে ইয়াবাসহ আটক করে পুলিশ। ওইদিন চিকনদি পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম