শরীয়তপুর থেকে: এবার সমাজসেবা কর্মী আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের শরীয়তপুরের ডামুড্যায়। ডামুড্যায় উপজেলা সমাজসেবায় কর্মরত ইউনিয়ন সমাজকর্মী মো. আশরাফ উদ্দিন (৫২) ।পরে তাদের পুলিশের সহযোগিতায় বিয়ে পড়ানো হয়।
মো.আশরাফ উদ্দিন ডামুডয়া উপজেলা সমাজসেবায় ইউনিয়ন সমাজসেবা কর্মী হিসাবে কর্মরত। তিনি প্রায় ৮ বছর এই উপজেলা কর্মরত আছেন। আর ঐ দৃষ্টি প্রতিবন্ধী ওই তরুণী ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা ইউনিয়নের বাসিন্দা।
দৃষ্টি প্রতিবন্ধী ওই তরুণী বলেন, আমাকে বিয়ে করবে বলে গত মার্চ মাস থেকে ইউনিয়ন সমাজকর্মী মো. আশরাফ উদ্দিন স্যার প্রতিনিয়ত রাতে আমার কাছে আসতেন। পরে গত ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে স্থানীয়রা আমাদেরকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। আমার ইচ্ছে ছিল আশরাফকে বিয়ে করার। তিনি আমাকে বিয়ে করেছেন আমি আশরাফের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে চাই।
তবে পুলিশ ও স্তানীয় সূত্রে জানা যায়, ওই অন্ধ তরুনীর সাথে সমাজসেবা কর্মী বিয়ের প্রলোভন দেখিয়ে গত মার্চ মাস থেকে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন।স্থানীয় লোকজন অনেকবার আশরাফকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। গত ১৯ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে স্থানীয়রা আশরাফকে রেহানার ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। পরে ঘটনার জন্য তিনি দৃষ্টি প্রতিবন্ধীকে আশরাফ দেড় লাখ টাকা দেবেন এবং বিয়ে করবেন আশ্বাস দিলে স্থানীয়রা তাকে ছেড়ে দেন। পরে গতকাল বুধবার রাতে পুলিশের সহযোগিতায় দুটি পরিবারে স্মমতিতে তাদের বিয়ে প্রানো হয়।
এমটি নিউজ/এপি/ডিসি