শরীয়তপুর: পারিবারিক কলহের জের ধরে নিপা গাইন (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১০ জুন) সকালে উপজেলার মঠেরহাট ইউনিয়নের পইটকাটি গ্রামে এই ঘটনা ঘটে। পরে অাশঙ্কাজনক অবস্থায় স্বজনরা উদ্ধার করে প্রথমে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে রেফার্ড করে।
নিপা নিপা নামে একটি ফেসবুক অাইডি থেকে ২৬ সেকেন্ডের একটি অাপলোড হওয়া ভিডিওতে নিপার মুখ থেকে শোনা যায়, ‘যা ভূল করছি মাফ কইরা দিয়েন। অামার ফ্যামিলিতে যে যা করছে মাফ কইরা দিয়েন। অাপনের তোন মাফ চাই সবাই। অামার যত, ই, ফ্যামিলি মানুষ অাছে বা অাত্নীয় স্বজন অাছে অাপনের লগে ভুল করছে, অামপনের ফ্যামিলির লগে অন্যায় করছে, সব মাফ কইরা দিয়েন। এই কানে ধরলাম।’
জানা যায়, প্রায় তিন বছর অাগে মঠেরহাট ইউনিয়নের পইটকাটি গ্রামের রঞ্জিত গাইনের ছেলে চন্দ্রন গাইনের সাথে জেলার নড়িয়া উপজেলার উপসি গ্রামের মন্তুর বেপারির মেয়ে নিপার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরে চন্দ্রন গাইন মালদীপ চলে যায়। এরপর থেকেই নিপার সাথে চন্দ্রনের বিভিন্ন বিষয়ে মনমালিন্য চলতে থাকে। এক বছর ঘুরতে না ঘুরতেই ছেলে বাহিরে থাকার সুযোগে শ্বশুর রঞ্জিত গাইনের বিরুদ্ধে পুত্রবধুকে নিয়ে বিভিন্ন অপবাদ ওঠে এলাকায়।
একপর্যায়ে এলাকাবাসী বিষয়টি নিয়ে পুত্রবধু ও শ্বশুর এর মধ্যে মিমাংসা করে দেয়। গত ১০ জুন রোববার ওই পুত্রবধু নিপা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। এলাকাবাসী বিষ পানের বিষয়টি যেন না জানতে পারে এর জন্য হাসপাতালে ভর্তির একদিনের মাথায় অসুস্থ্য অবস্থায় পূত্রবধুকে অাবার শ্বশুর বাড়িয়ে নিয়ে যাওয়া হয়।
তবে ফেসবুকে ওই গৃহবধুর ভিডিও ভাইরালের পরে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন সন্দেহ দেখা দেয়। এরপর অাবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ওই পূত্রবধু ঘটনাটি মিথ্যা দাবি করে বলেন, অামার স্বামী অামাকে অনেক সন্দেহ করে। এ কারণে অামি আত্মহত্যার চেষ্টা করেছি। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি তার স্বামীর কাছে মাপ চেয়েছেন বলে জানায়।
এই গুহবধুর শ্বশুর রঞ্জিত গাইন বলেন, অামার পূত্রবধু, ছেলের সাথে ঝগড়া করে কিটনাশক খেয়েছে। অামরা হাসপাতালে নিয়ে চিকিৎসা করাইছি। অামার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ