শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার পালং বাজার ও আংগারিয়া বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পিয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এক আড়ৎদারকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর অফিসের সহকারী পরিচালক সুজন কাজী।
তিনি জানান, ১৪০-১৪৫ টাকা দরে পিয়াজ কিনে ১৭৫-১৮০ টাকায় বিক্রি করছিলেন মেসার্স মাহাবুব খান ট্রেডার্সের মালিক মো. মিরাজ খান। এছাড়া আড়তে পিয়াজের মূল্য তালিকাও ছিল না। এ কারণে তাকে এ জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), শরীয়তপুর জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন খান, সদর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর আবুল হোসেন, পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা।