ভেদরগঞ্জ (শরীয়তপুর): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এক হাজার মাদ্রাসাছাত্রের মাঝে কোরআন শরীফ বিতরণ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। সোমবার সকাল ১০টায় পাইকবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনি জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাউকে পাওয়া যেত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। তার হাত ধরেই কওমি মাদ্রাসা রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। তিনি করোনাকালীন দেশের ইমাম মুয়াজ্জিনদের যেভাবে সহায়তা করেছেন তা দৃ'ষ্টান্ত হয়ে থাকবে যুগের পর যুগ।
সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর পীর সাহেব আবদুল্লাহ মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার।