শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৩:২৭

ভয়াবহ সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫

ভয়াবহ সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫

শরীয়তপুর : শরীয়তপুরে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষ হয়েছে।  এতে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ১৫ জন।  জেলার নড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

সবুজ নামে এক যুবকের মাথায় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন।  গুরুতর আহত সবুজকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ড্রিলমেশিনের সাহায্যে সবুজের মাথায় বিদ্ধ টেঁটার অংশ কেটে বের করা হয়েছে।  আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।  এ ঘটনয় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি।  

গ্রামবাসী জানায়, উপজেলার গৌরাঙ্গ বাজারের ব্যবসায়ী ও কেদারপুর গ্রামের তানজির আহম্মেদের কর্মচারী রাব্বি বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর এলাকায় কিস্তির টাকা আনতে যায়।  এ সময় রাব্বিকে পূর্ব শত্রুতার জের ধরে সোহাগ শাকিল ও শিপন মারধর করে।

তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ও মোটরসাইকেলটি ভাঙচুর করে।  ঘটনার জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে কেদারপুর গ্রাম ও রোকন্দপুর গ্রামের লোকজন টেঁটা, রামদা, সরকিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় কেদারপুর এলাকার দক্ষিন চাকধ গ্রামের সবুজ মৃধার মাথায় ও কানে টেঁটাবিদ্ধ হয়।  ইট-পাটকেল ও লাঠিসোঁটার আঘাতে কেদারপুর গ্রামের হেলাল সরদার (৩০), রাব্বি (১৯) বারেক মৃধা(৫৫), সৌরভ(১৮), কাউসার সরদার(১৮) ও রোকন্দপুর গ্রামের শাহিদা বেগম (২৫), জাকির হোসেন ছৈয়াল (২০), রুহুল (১৫), রোশনা বেগমসহ (৪৫) উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে।  এতে একজন টেঁটাবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে।  এ ঘটনায় কোনো পক্ষই মামলা করতে আসেনি।  মামলা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে