 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
শরীয়তপুর : গরিব প্রেমিক জুটিকে জুতাপেটা ও নির্যাতন করায় সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত মল্লিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
রোববার বেলা ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ ফেব্রুয়ারি নির্যাতনের শিকার কিশোরের বাবা থানায় একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ওই দিনই প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত মল্লিকসহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তের স্বার্থে ২৩ ফেব্রুয়ারি ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহিদুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে আজ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে মামলার বাকি আসামিদের আটক করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় শরীয়তপুরের কিশোর-কিশোরীকে আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়।
পরদিন আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে সালিশের মাধ্যমে গলায় জুতার মালা পরিয়ে জুটাপেটা করার নির্দেশ দেন কুন্ডেরচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত মল্লিক।
পরে স্থানীয় ইউপি সদস্য কামাল মল্লিকসহ আরো ৩ জন কিশোর-কিশোরীকে হাত-পা বেঁধে জুতাপেটাসহ শারীরিক নির্যাতন করে।  নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                