 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা বাজারে জাল টাকায় সওদা করা কালে জনতার হাতে আটক হয়েছে বাদল (৩০)। সোমবার দুপুরে বাদল জাল টাকায় পশ্চিম নাওডোবা বাজারে সওদা করে দোকানিকে পাঁচশত টাকার নোট দেয়। দোকানির কাছে টাকার নোট সন্দেহ হলে পাশবর্তী দোকানিকে দেখায়। তখন বাদলকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশি কালে বাদরের কাছে আরও ৭টি ১ হাজার টাকা ও ১টি ৫ শত টাকার জাল নোটা পাওয়া যায়।
আটককৃত বাদল নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার পূর্ব কান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। বাদলের বৈধ কোন পেশা নাই। জাল টাকা ও মাদক ব্যবসাই বাদলের প্রধান কাজ।
জাজিরা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আনিচুর রহমান বলেন, সোমবার দুপুরে পশ্চিম নাওডোবা বাজারে বাদল নামে এক লোক কেনাকাটা করে দোকানিকে ১ হাজার টাকার নোট দেয়। দোকানির কাছে টাকাটি জাল মনে হলে বাদলকে আটক করে। তল্লাশি করে বাদলের কাছে ৭টি ১হাজার টাকার নোট ও ১টি ৫শত টাকার জাল নোট পাওয়া যায়। স্থানীয়রা বাদলকে আটক করে জাজিরা থানায় সংবাদ দেয়। জাজিরা থানা পুলিশ বাদলকে গ্রেপ্তার করেছে। বাদলের বিরুদ্ধে নির্ধারিত আইনে মামলা হয়েছে।
১৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস