শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০৫:০৮:৪৫

বউ না আসায় শ্যালিকাকে গলাটিপে হত্যা করল দুলাভাই

বউ না আসায় শ্যালিকাকে গলাটিপে হত্যা করল দুলাভাই

শরীয়তপুর : স্ত্রী না আসায় শ্যালিকাকে গলাটিপে হত্যা করেছে দুলাভাই।  ঘটনাটি জেলার গোসাইরহাট উপজেলার পূর্ব লাকাচুয়া গ্রামের।  

আবদুল আজিজের মেয়ে আসমা বেগমকে বিয়ে করে একই গ্রামের মিজান বাঘা।  সম্প্রতি স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে চলে যান আসমা।  এরপর তিনি আর ফেরেনি।  এতে স্বামী মিজান বাঘা চরমভাবে ক্ষুব্ধ হন।
 
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আসমা বেগমের খালাত বোন লাকাচুয়া গ্রামের জৈনুদ্দিন মানিক সরদারের মেয়ে সাহিদা আক্তার নিপা (১২) দুধ আনতে পার্শ্ববর্তী ফুফুর বাড়ির উদ্দেশ্যে বের হয়। প্রায় ২ ঘন্টা পার হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি।
 
আনুমানিক সকাল ১১ টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি খালের ভেতর সাহিদার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা।  পরে গোসাইরহাট থানা পুলিশকে খবর দেয় তারা।

শরীয়তপুরের গোসাইরহাটে শ্যালিকাকে হত্যার কথা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে নিহতের দুলাভাই।  আটককৃত মিজান বাঘা নিহতের খালাত বোনজামাই।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলার পূর্ব লাকাচুয়া গ্রামের আবদুল আজিজের মেয়ে আসমা বেগমকে বিয়ে করে একই গ্রামের মিজান বাঘা।
 
সম্প্রতি স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে চলে যান আসমা।  এরপর তিনি আর ফেরেনি।  এতে স্বামী মিজান বাঘা ক্ষুব্ধ হয়ে সাহিদা আক্তার নিপাকে (১২) হত্যা করে।
 
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সন্দেহজনকভাবে নিহতের খালাত বোনজামাই মিজান বাঘাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে।
 
স্ত্রী ফেরত না আসায় ক্ষুব্ধ হয়ে মিজান বাঘা সাহিদা আক্তার নিপাকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেন।
 
এ ঘটনায় নিহতের বাবা জৈনদ্দিন সরদার বাদী হয়ে গোসাইরহাট থানায় মামলা দায়ের করেছেন।
 
আটককৃত মিজান বাঘা বলেন, স্ত্রীকে বারবার আসতে বলার পরও সে না আসায় রাগে নিপাকে গলাটিপে হত্যা করেছি।  আমার মাথা ঠিক ছিল না।
 
নিহতের বাবা জৈনুদ্দিন মানিক সরদার বলেন, আমার মেয়ে সাহিদা আক্তার নিপার সাথে কারো কোনো বিরোধ ছিল না।  আমি হত্যাকারী মিজান বাঘার বিচার চাই।
 
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন বলেন, মিজান বাঘাকে জিজ্ঞাসাবাদ করার পর সাহিদা আক্তার নিপাকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছে।  শুক্রবার তাকে শরীয়তপুর আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানান তিনি।
৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে