টাঙ্গাইল : কালিহাতীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করলেও তা ভঙ্গ করে সমাবেশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় আওয়ামী লীগের একটি গ্রুপ সমাবেশের দিক আসতে চাইলে তাতে পুলিশ দেয়। বাধা পেয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে তারা।
১৪৪ ধারা চলাকালে মিছিল সমাবেশ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার দুপুর থেকেই উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কাদের সিদ্দিকী তার কর্মী- সমর্থকদের নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বর থেকে ১শ’ গজ দূরে বল্লা রোডে সমাবেশ শুরু করেন। এ সময় আওয়ামী লীগের একটি গ্রুপ সমাবেশের দিক আসতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে নেতাকর্মীরা রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন।
সমাবেশে কাদের সিদ্দিকী বলেন, আমি মা-বোনের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছি। এজন্য আমরা দেশ স্বাধীন করিনি যে, মা-বোনের ইজ্জত রক্ষার জন্যও প্রতিবাদ করা যাবে না। এমনটা জানলে মুক্তিযুদ্ধই করতাম না।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতা প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর কালিহাতীতে ছেলের সামনে মাকে নির্যাতনের ঘটনায় বিচার দাবিতে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে হয় হয়। সংঘর্ষে চারজন নিহত হন।
এ ঘটনায় কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ সমাবেশ ডাকায় জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি উপজেলাবাসীকে জানিয়ে দেয়া হয়।
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর