শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৩৯:০৪

যানজটে মরলো গরু, শোকে মরলেন বেপারী

যানজটে মরলো গরু, শোকে মরলেন বেপারী

টাঙ্গাইল : দীর্ঘ যানজটে চোখের সামনে অসুস্থ হয়ে মরলো গরুটি আর সেই শোকে মারা গেলেন বেপারী।
কোরবানির হাটে বিক্রির জন্য পৌনে দুই লাখ টাকায় তিনি কিনেছিলেন গরুটি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত বেপারী সাইফুল ইসলাম (৫০) কুষ্টিয়ার বাহেরুল গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম বুধবার ট্রাকে করে ২১টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। মহাসড়কে দীর্ঘ যানজটে আটকা পড়ে অধিকাংশ গরু অসুস্থ হয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ১ লাখ ৭৫ হাজার টাকায় কেনা ষাঁড়টি নিস্তেজ হয়ে পড়ে।

পরে ট্রাক থামিয়ে সাইফুল ইসলাম দেখেন ষাঁড়টি মারা গেছে।  এ সময় সাইফুল ইসলাম চিৎকার দিয়ে নিজেও অচেতন হয়ে পড়েন।  ট্রাকে থাকা অন্যরা তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য দেওহাটা গরুর হাটের ইজারাদার কামারুজ্জামান।  

তিনি গণমাধ্যমকে বলেন, ট্রাকভর্তি গরু নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিলেন সাইফুল ইসলামরা।  ১ লাখ ৭৫ হাজার টাকায় কেনা একটি ষাঁড় গরু বেপারীর চোখের সামনে মরতে দেখে স্ট্রোক করে তিনিও মারা যান।  পরে বেপারীর বাড়িতে খবর দেয়া হলে তার ভাই এসে লাশ নিয়ে যান।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে