শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩৮:৫০

মাত্র একদিনেই রেকর্ড সৃষ্টি করলো বঙ্গবন্ধু সেতু

মাত্র একদিনেই রেকর্ড সৃষ্টি করলো বঙ্গবন্ধু সেতু

টাঙ্গাইল : এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু গত ২৪ ঘণ্টায় রেকর্ড সৃষ্টি করলো।  ২ কোটি টাকারও বেশি টোল আদায়ের রেকর্ড গড়লো সেতুটি।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের টোলপ্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরুবোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন ধরনের ২৪ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ড সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি দাবি করেন, ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে দীর্ঘ ১৮ বছরে বঙ্গবন্ধু সেতুতে চলাচলরত যানবাহন থেকে ২৪ ঘণ্টায় আদায়কৃত টোলের পরিমাণ এটিই সর্বোচ্চ।

তিনি জানান, শুক্রবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তিন হাজারেরও বেশি গরুর ট্রাক দুই পারের টোলপ্লাজা অতিক্রম করেছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, সেতুটি নির্মিত হওয়ার পর ২৪ ঘণ্টায় গাড়ি চলাচল করেছে ২৪ হাজার ৩শ'টি।   এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি টাকার কিছু বেশি।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ফলে এ অর্জন সম্ভব হয়েছে।  

পবিত্র ঈদুল আয্হায় ঘরমুখো মানুষের স্বাভাবিক চলাচল আর নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্য মহাসড়কে কাজ করছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু।  ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট সেতুটির নির্মাণকাজ শেষ হয় ১৯৯৮ সালে।

সেতুটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের ২৫টি জেলাকে সংযুক্ত করেছে।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে