শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৩৩:৫৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীর অনশন

টাঙ্গাইল : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করে পঞ্চম শ্রেণির এক ছাত্রী।  অনশনের মুখে অবশেষে বিয়ে দিতে বাধ্য হয় তার পরিবার।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে।  এ ঘটনায় উপজেলাকে বাল্যবিয়ের হাত থেকে মুক্ত করার ঘোষণা কার্যত ব্যর্থ হয়ে গেল।
 
জানা গেছে, ঈদুল আযহার দিন মঙ্গলবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামে ওই ছাত্রীর অনশনে বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, কাকড়াজান ইউনিয়নের হেংগারচালা গ্রামের আবদুর রহিমের ছেলে দর্জি রফিকুল আহমেদের (২৫) সঙ্গে একই ইউনিয়নের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক চলছিল।

এরই সূত্র ধরে ঈদুল আযহার দিন মঙ্গলবার রাতে ওই ছাত্রী প্রেমিক রফিকুলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
 
পরে উভয়পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
 
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, স্থানীয় ইউপি সদস্যকে ওই বাল্যবিয়ের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে