শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫৮:১৭

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল ১১ জনের

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল ১১ জনের

টাঙ্গাইল : পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে মারা গেছেন ১১ জন।  আহত হয়েছেন ৩৯ জন।  শনিবার বিভিন্ন সময় মির্জাপুর, কালিহাতী ও মধুপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
 
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারি জানান, সকাল ৬টার দিকে মির্জাপুর উপজেলার ইচাইল নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে মা-ছেলেসহ ৫ জন নিহত হন।  আহত হন  ২০ জন।  
 
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে।  তারা হলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রহিমা বেগম (৩০), তার সাত বছরের শিশুপুত্র বায়জীদ, কুড়িগ্রামের অলিপুর উপজেলার মহাদেবপুর গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী সালমা বেগম।  আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
 
অন্যদিকে সকাল ৯টার দিকে কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতুর কাছে আনালিয়া বাড়ি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলে একজন নিহত হন।  হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।
 
এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার নরকোনা নামক স্থানে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হন।  আহত হন ১৯ জন।   
 
পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ১৯ জন আহত হন।
 
নিহতরা হলেন লিটন মিয়া, রজব আলী, সালমা বেগম ও অজ্ঞাতনামা একজন।  গুরুতর আহত ১৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৩ জনকে ঘাটাইল সেনানিবাস হাপাতালে এবং ৩ জনকে মধুপুর হাসপতালে ভর্তি করা হয়েছে।
 ১৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে