টাঙ্গাইল : পাকিস্তানি শাসকদের হাত থেকে দেশকে মুক্ত করতে একাত্তরে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম। এখন বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গামছা নিয়ে নতুন যুদ্ধ শুরু করেছি। এ যুদ্ধে আমাদের বিজয় হবেই ইনশাল্লাহ। কালিহাতীর মাটিতে ভোটচোরদের কোনো ঠাঁই হবে না।
রোববার বিকেলে কালিহাতীর কোকডোহরা স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে এক জনসভায় এসব কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
কাদের সিদ্দিকী বলেন, যে জাতি নিজেদের অবস্থা পরিবর্তনে আগ্রহী নয়, আল্লাহ তা’য়ালাও সে জাতিকে সাহায্য করেন না। বিদেশ থেকে অনেক বড় বড় পুরস্কার নিয়ে আসছেন প্রধানমন্ত্রী, কিন্তু তার দলের লোকেরা কালিহাতীতে ছেলের সামনে মাকে বিবস্ত্র করেছে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। দলীয় কুলাঙ্গারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো শত শত গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
তিনি বলেন, আপনি (শেখ হাসিনা) কালিহাতীতে আসুন, মায়ের মন নিয়ে শুনুন, বিচার করুন। নইলে কালিহাতীর মানুষ কিন্তু কাউকে ক্ষমা করবে না।
এসময় তিনি গত শুক্রবার কালিহাতী স্কুল মাঠে ১৪৪ ধারা জারির নিন্দা জানান।
কাদের সিদ্দিকী বলেন, নারী নির্যাতন ও মানুষ হত্যার প্রতিবাদ সভায় ১৪৪ ধারা জারি করার মাধ্যমে খুনিদের পক্ষাবলম্বন করেছে প্রশাসন। এভাবে চলতে পারে না।
জনসভায় সভাপতিত্ব করেন জামাল উদ্দিন ভেন্ডার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসেন মল্লিক, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতা প্রমুখ।
অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম